প্রথম বুটস্টাফ কনটেন্ট
মঈনুল ইসলাম রাজিব
ঝালকাঠী মফস্বল অনেক পুরাতন এক বানিজ্যিক এলাকা। এই মফস্বলের পুরাতন নাম ছিল মহারাজগঞ্জ। কালের পর কাল অতিবাহিত হয়ে এক সময় এখানে এক বাজার বসত যেখানে জালের কাঠি বিক্রি করা হতো। সেখান থেকে ঝালকাঠী মফস্বলের নাম করণ করা হয় বলে শুনা যায়। এ অঞ্চলের বালাম চাল অনেক বিখ্যাত। এছাড়াও এখানের হাতে বোনা পাটি, গামছা ইত্যাদি প্রসিদ্ধ।
ঝালকাঠী মফস্বল অনেক পুরাতন এক বানিজ্যিক এলাকা। এই মফস্বলের পুরাতন নাম ছিল মহারাজগঞ্জ। কালের পর কাল অতিবাহিত হয়ে এক সময় এখানে এক বাজার বসত যেখানে জালের কাঠি বিক্রি করা হতো। সেখান থেকে ঝালকাঠী মফস্বলের নাম করণ করা হয় বলে শুনা যায়। এ অঞ্চলের বালাম চাল অনেক বিখ্যাত। এছাড়াও এখানের হাতে বোনা পাটি, গামছা ইত্যাদি প্রসিদ্ধ।
ঝালকাঠী মফস্বল অনেক পুরাতন এক বানিজ্যিক এলাকা। এই মফস্বলের পুরাতন নাম ছিল মহারাজগঞ্জ। কালের পর কাল অতিবাহিত হয়ে এক সময় এখানে এক বাজার বসত যেখানে জালের কাঠি বিক্রি করা হতো। সেখান থেকে ঝালকাঠী মফস্বলের নাম করণ করা হয় বলে শুনা যায়। এ অঞ্চলের বালাম চাল অনেক বিখ্যাত। এছাড়াও এখানের হাতে বোনা পাটি, গামছা ইত্যাদি প্রসিদ্ধ। এখানে অনেক বিখ্যাত কবি , মনিষি, রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল। এই মফস্বল প্রাচ্যের কলকাতা নামেও পরিচিত ছিল। শিক্ষায়ও আমাদের এই মফস্বল অনেক উন্নত ছিল। কবি কামিনী রায়, শেরে বাংলা এ.কে ফজলুল হক প্রমুখ এই অঞ্চলেই জন্মগ্রহন করেন।
No comments:
Post a Comment