Thursday, January 31, 2019

বারোমাসি আমের বিশাল বাগান গড়ে তুলেছেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কৃষি উদ্যোক্তা আবুল কাশেম। হেমন্তের এই সময়ে তার বাগানে গাছ ভরা আম ছড়াচ্ছে আকর্ষণ ও সৌরভ। সুমিষ্ট ওই আম সারাদেশে সম্প্রসারণের আশা সংশ্লিষ্টদের। লম্বাটে আকারের, পাকলে আকর্ষণীয় হলুদ বর্ণের এই কাটিমন আমের বিশ্বজোড়া খ্যাতি মিষ্টতার জন্য। থ্যাইল্যান্ডে বছরে তিনবার ফলন দেওয়া এই আম এখন স্বপ্ন দেখাচ্ছে এদেশের মানুষকে। আর এই স্বপ্নের নায়ক চুয়াডাঙ্গার জীবননগরের বাঁকা গ্রামের কৃষি উদ্যোক্তা আবুল কাশেম। তার ২২ বিঘা জমির বাগানে সৌরভ ছড়াচ্ছে পাকা আম। উদ্যান বিশেষজ্ঞরা বলছেন, বারোমাসি এই আম গুণের বিচারে অনন্য। বিশেষ জাতের এই আম ছড়িয়ে দেয়ার ক্ষেত্রেও প্রস্তুতি নিয়েছেন আবুল কাশেম। ইতোমধ্যে গড়ে তুলেছেন এই আমের চারার এক ভাণ্ডার। আমের আকর্ষণ টেনে এনেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকেও। তারাও প্রস্তুতি নিয়েছে কাটিমন জাতের আম সম্প্রসারণের। পুরো গল্প দেখুন ভিডিওতে।


No comments:

Post a Comment